সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “আজ দুপুরে ডিবির একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”
গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় এই মামলাটি (মামলা নম্বর-১১) দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। কাজী হাবিবুল আউয়ালও এই মামলার একজন আসামি।
আন্তর্জাতিক এর আরো খবর

আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: উপদেষ্টা মাহফুজ

গাজায় ৪৮ ঘণ্টায়ই ৩০০ এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ‘বিগ বিউটিফুল বিল’ সই করবেন ট্রাম্প

সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
-কে ব্যঙ্গ, অশান্ত তুরস্ক.jpg)