ক্যাশ রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ১% ট্যাক্স
নিজস্ব প্রতিবেদক

কোন ব্যাংক ট্রান্সফার বা কার্ড ছাড়া শুধু নগদ অর্থ অর্থ্যাৎ ক্যাশ ট্রানজেকশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে হলে এখন থেকে দিতে হবে ১ পার্সেন্ট কর। সদ্য হাউস—সিনেটে পাস হওয়া বিলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে এ কর আরোপ করা হয়।
ট্রাম্প প্রশাসনের রেমিট্যান্স কর পরিকল্পনা অবৈধ অভিবাসীদের অর্থ পাঠানো নিরুৎসাহিত করে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কমাতে চায়।
এদিকে বিল পাসের আগে এর খসড়াগুলোতে করের হার ৫ পার্সেন্ট করা হয়েছিলো এবং তা অবৈধ অভিবাসীদেরই প্রধান লক্ষ্য করেই তৈরি করা হয়েছিল। তবে পাস হওয়া বিলে বর্তমান সংস্করণে শুধুমাত্র নগদ অর্থ প্রেরণের ওপর ১% ফি আরোপের প্রস্তাব করা হয়েছে; ব্যাংকিং বা ইলেক্ট্রনিক লেনদেন এ করের অন্তর্ভুক্ত নয়।
তথ্যমতে, এই কর আরোপের ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসী শ্রমিকদের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ, যুক্তরাষ্ট্রে কর্মরত লাখো অভিবাসী নিয়মিত তাঁদের উপার্জনের একটি বড় নগদ অংশ দেশে থাকা পরিবারকে পাঠিয়ে থাকেন। এছাড়া বৈধতা বা সোশ্যাল সিকিউরিটি না থাকা কয়েক মিলিয়ন অভিবাসী যুক্তরাষ্ট্রে ব্যাংক একাউন্ট খুলতে বা এ সেবা ব্যবহার করতে পারছেন না। তাদের সবাই নিজের আয়ের অর্থ নগদ বা ক্যাশে লেনদেন করেন। সরাসরি এ প্রভাব পড়বে এসব অভিবাসীর উপর।
এই ফি থেকে আগামী বছরগুলোতে প্রায় ১০ বিলিয়ন ডলার অতিরিক্ত রাজস্ব আসবে বলে মনে করছে পলিটিকো।
আন্তর্জাতিক এর আরো খবর

ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীসহ ৮ জন নিহত

স্পেনের হুমিয়ায় ঈদ উদযাপন নিষিদ্ধ: ইসলামবিদ্বেষী সিদ্ধান্তে উত্তাল মুসলিম সম্প্রদায়

উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত

পলাতকরা ষড়যন্ত্র করছে, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান : মুশফিকুল ফজল

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় ফেরত, সাত মাসেই ১,৭০০ ছাড়াল
