জুলাইয়ের ১২ দিনেই রেমিট্যান্স ১৩ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ১৭৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এ বছর একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ের প্রথম ১২ দিনে—
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮ লাখ ডলার,
কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ডলার,
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ডলার,
বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ লাখ ডলার।
এর আগে, জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। এর আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক এর আরো খবর

সম্ভাব্য তালিকায় থাকতে পারে বাংলাদেশ—ভারতসহ বেশ কয়েকটি দেশ / যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীসহ ৮ জন নিহত

স্পেনের হুমিয়ায় ঈদ উদযাপন নিষিদ্ধ: ইসলামবিদ্বেষী সিদ্ধান্তে উত্তাল মুসলিম সম্প্রদায়

উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত

পলাতকরা ষড়যন্ত্র করছে, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান : মুশফিকুল ফজল
