জুলাইয়ের ১২ দিনেই রেমিট্যান্স ১৩ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ১৭৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এ বছর একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ের প্রথম ১২ দিনে—
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮ লাখ ডলার,
কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ডলার,
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ডলার,
বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ লাখ ডলার।
এর আগে, জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। এর আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্কের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ
