মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে নিউইয়র্কবাসীকে মেয়র অ্যাডামসের আহ্বান
অনলাইন ডেস্ক

নিউইয়র্ক: ম্যানহাটনের সাম্প্রতিক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নাগরিকদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের সহিংসতা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদেও মানুষের ওপর প্রভাব ফেলে। তাই এখন সময় সহানুভূতিশীল ও স্বাস্থ্যকেন্দ্রিক সাড়া দেওয়ার।”
তিনি জানান, শহরের প্রশাসন BEHARD এবং Teenspace প্রোগ্রামের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা নাগালের মধ্যে নিয়ে এসেছে। BEHARD জরুরি মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রশিক্ষিত কর্মীদের ঘটনাস্থলে পাঠাবে, এবং Teenspace কিশোর-কিশোরীদের জন্য বিনামূল্যে অনলাইন থেরাপির সুযোগ দেবে।
মেয়র অ্যাডামস বলেন, “শহর হিসেবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। কাউকে একা থাকতে হবে না। আমরা সকলের জন্য সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নগরবাসীর জন্য অতিরিক্ত সহায়তা ও পরামর্শদাতা সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আমেরিকা এর আরো খবর

ক্রিমিনাল রেকর্ড নেই ৫৪ শতাংশের / নিউইয়র্কে ৫ মাসে ২ সহস্রাধিক অভিবাসী গ্রেপ্তার

দিদারুল: আত্মত্যাগ—সম্মানে মোড়ানো এক বীর

বন্ধ হয়ে যাবে মাসিক আনলিমিটেড ভ্রমণ সুবিধা / জানুয়ারিতে বাড়ছে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া

অভিযুক্ত মেয়র ও পুলিশ কমিশনার / নিউ ইয়র্কের ‘স্যাঙ্কচুয়ারি’ আইনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

মামদানি মেয়র হলে নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডা চলে যাবো : অ্যান্ড্রু কুওমো
