পাবজি আসক্তি: ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলায় পাবজি গেম খেলায় আসক্তির কারণে দশম শ্রেণির ছাত্র বেটি ঋষেন্দ্রা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) জানায়, ঋষেন্দ্রা প্রতিদিন ১০ ঘণ্টার বেশি সময় ধরে গেম খেলতেন। এমনকি ক্লাসে যাওয়ার সময় কমে যায় বলে তিনি স্কুলে উপস্থিতি দিতে অস্বীকার করতেন।
ছেলেটির বাবা-মা তাকে মানসিক পরামর্শ ও চিকিৎসার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং নিউরোসার্জনের কাছে নিয়েছিলেন। তবে ঋষেন্দ্রা চিকিৎসকের পরামর্শ মেনে চলেননি এবং হুমকিও দিয়েছেন। হতাশ হয়ে তিন দিন আগে তার ফোন কেড়ে নেওয়া হয়। ফোন না পেয়ে মানসিক চাপে ঋষেন্দ্রা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সম্প্রতি ভারতে পাবজি আসক্তির কারণে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বছরের শুরুতে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় হেডফোন পরে রেললাইনে বসে গেম খেলার কারণে তিন কিশোর ট্রেনের নিচে কেটে মারা যান। এছাড়াও হায়দরাবাদে এক ট্যাক্সিচালক গাড়ি চালাতে চালাতে মোবাইলে পাবজি খেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্কের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ
