জর্ডান ও মিশরের প্রতি আরও ফিলিস্তিনিকে গ্রহণের পরামর্শ ট্রাম্পের
অনলাইন ডেস্ক

জর্ডান ও মিশরকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জর্ডানের রাজা এবং মিশরের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। সেখানেই তিনি তাদের প্রতি ওই পরামর্শ দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, গত ১৫ মাসে ইসরাইলের ক্রমাগত হামলায় গাজার মানবিক পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। যদিও যুদ্ধবিরতি চলছে, তবে গাজার বর্তমান অবস্থা এতটাই নাজুক যে সেখানে প্রবল খাদ্য সংকটে সময় পার করছেন ঘরবাড়ি হারানো গাজাবাসী। মূলত এমন পরিস্থিতির কথা বিবেচনা করেই ট্রাম্প ওই পরামর্শ দিয়েছেন। তবে ওই পরামর্শ দীর্ঘস্থায়ী নাকি অস্থায়ী সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর যে কোনোটি হতে পারে।
গাজার মানবিক অবস্থার অবনতি হওয়ায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ভয়াবহ ইসরাইলি হামলায় উপত্যকাটির প্রায় সকল জনগোষ্ঠিই বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে এখন খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য অনেক বেশি মানবিক সহায়তার প্রয়োজন।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তুহারা গাজাবাসীকে শরণার্থী শিবিরগুলোতেই আশ্রয় নিতে হচ্ছে। যদিও গত বছর ওয়াশিংটন বলেছিল তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরোধিতা করে। তবে ইসরাইলকে অস্ত্র দিয়ে সহযোগিতার জন্য বিশ্বব্যাপী কড়া সমালোচনার মুখেও রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ এবং হুথির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংস করতেই ইসরাইলকে সহায়তা করেছে তারা।
শনিবার জর্ডানের রাজা আব্দুল্লাহর সঙ্গে ফোনালাপের বিষয়ে ব্রিফ করার সময় ট্রাম্প বলেন, আমি তাকে গাজার বিষয়ে আরও বেশি দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছি। কেননা আমি দেখেছি পুরো গাজা এখন হ-য-ব-র-ল পরিস্থিতির মধ্যে আছে। জর্ডানের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। তাকেও আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক এর আরো খবর

সীমা অতিক্রম করতে চলছে ইসরাইলি দখলদারিত্ব / গাজা দখলে বড় সামরিক অভিযানের পরিকল্পনা ইসরায়েলের

ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সম্পূর্ণ দায় ইসরাইলের, অ্যামনেস্টির অভিযোগ / গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে বর্বর ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত গণহত্যা

শ্রমজীবী মানুষের অধিকার অর্জনের দিন / ঐতিহাসিক মে দিবস আজ
.jpeg)
হাজীদের নিরাপত্তা ও সর্বাধিক সুবিধা প্রদান মূল লক্ষ্য / অনুমতি ছাড়া হজ পালন করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদি আরবের

কাশ্মীর ইস্যুতে যুদ্ধের কাছাকাছি ভারত-পাকিস্তান / পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে পাশে দাঁড়াল চীন: চিন্তিত মোদীর ভারত
