হিন্দি বলতে না পারায় ‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিক কারাগারে
অনলাইন ডেস্ক

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের ৫৪ বছর বয়সী অসিত সরকারকে হিন্দিতে ঠিকমতো ঠিকানা বলতে না পারায় মহারাষ্ট্রের থানে জেলার একটি কারাগারে প্রায় তিন মাস ধরে বন্দি রাখা হয়েছে। পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেপ্তার করেছে।
অসিত সরকার গত জানুয়ারিতে দুই ছেলেকে নিয়ে কাজের সন্ধানে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির সোনালি এলাকায় যান। ফেব্রুয়ারির শেষে নারপোলি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অসিতসহ সাত পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে। নাগরিকত্ব প্রমাণ হিসেবে নথি দেখানোর পর ছয়জনকে ছেড়ে দেওয়া হলেও, হিন্দিতে ঠিকানা বলতে না পারায় অসিতকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়।
অসিতের স্ত্রী লিপি বলেন, “আমার স্বামী বাংলায় উত্তর দিয়েছেন বলে পুলিশ তাকে বাংলাদেশি মনে করছে। আমরা রেশন কার্ড, ভোটার আইডি ও আধারসহ সব ভারতীয় নথি দেখিয়েছি, তবুও কেউ সাহায্য করছে না।”
অসিতের ছেলে আকাশ জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেপ্তার করতে থানায় খোঁজ করছে, তিনি পালিয়ে আসতে পেরেছেন এবং বাবার মুক্তির জন্য সাহায্য চাচ্ছেন।
স্থানীয় তৃণমূল নেতারা এই ঘটনার জন্য ভাষাগত বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের দায় স্বীকার করেছেন। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে বাংলাভাষী শ্রমিকদের লক্ষ্য করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশি তকমা দেওয়া উচিত নয়, এটি নিছক হয়রানি।”
অন্যদিকে, বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে নিয়ে আইনি সহায়তা প্রদানে কাজ করছেন।
দক্ষিণ দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনার বলদেব মণ্ডল জানান, পরিবারকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে যাতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া যায়। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব এবং দ্রুত মুক্তির চেষ্টা করব।”
আন্তর্জাতিক এর আরো খবর

গ্রীন কার্ড ব্যাকলগে আটকে থাকা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার ফি দিয়ে দ্রুত প্রক্রিয়ার সুযোগ

জর্জিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা ট্রাম্প প্রশাসনের

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা

সম্ভাব্য তালিকায় থাকতে পারে বাংলাদেশ—ভারতসহ বেশ কয়েকটি দেশ / যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড
